জানেন কি বেশ কিছু নাম বিভিন্ন দেশে রাখা যায় না !

0
1

অধিকাংশ বাবা মায়েরাই সন্তানের নাম রাখার বিষয়ে খুঁতখুঁতে হন । নিজের ছেলেমেয়ের জন্য তাঁরা ভেবেচিন্তে নাম রাখতে পছন্দ করেন। তবে সব নাম সব জায়গায় রাখা যায় না। এমন অনেক নাম আছে, যেগুলি বিশ্বের অনেক দেশেই নিষিদ্ধ। সন্তানের জন্য এই নামগুলি রাখলেই বাবা মায়ের জরিমানা এমনকি হাজতবাস পর্যন্ত হতে পারে।
আপনি হয়তো পপ-তারকা ‘এনরিকে ইগলেশিয়াসে’র ভক্ত। তাই ছেলের নাম রাখতে চান এনরিকে। কিন্তু আয়্যারল্যান্ডে থাকলে আপনি এই নাম রাখতে পারবেন না!। এমন বহু নাম রয়েছে, যা কিছু কিছু দেশে বেআইনি। ঠিক তেমনই জার্মানিতে থাকলে আপনি ছেলের নাম ‘অ্যাডল্ফ হিটলার’ রাখতে পারবেন না। এমনকি এই নাম বেআইনি মালয়শিয়া, নিউ জিল্যান্ড এবং মেক্সিকোতেও।
‘অনুমা’ নামটি জাপানে রাখা আইনত দণ্ডণীয়। কারণ সে দেশের ধারনা এই নামের সঙ্গে শয়তানের যোগ রয়েছে। ‘আমির’ নামটি সৌদি আরবে রাখা যায়না। সে দেশে এই নামের মানে রাজপুত্র। তাই রাজবংশের প্রতি আনুগত্য প্রমাণ করতে এই নাম রাখা যায় না।
‘অ্যানাল’ নামটি নিউজিল্যান্ডে রাখা যায়না।মানুষের যৌনাঙ্গের সঙ্গে এই নামের মিল রয়েছে । সে দেশে এই নাম অশালীন বলে মনে করা হয়। তাই এই নাম ব্যবহার করা যায় না। ‘অ্যানাস’ নামটি ডেনমার্কে নিষিদ্ধ।যৌনাঙ্গের নামে এই নামকরণ করা যায়না ডেনমার্কে।
‘অশান্তি’ নামটি ভারতে জেনে বুঝে কেউ রাখেন না হয়তো। এমনকি, পর্তুগালেও এই নামকরণ বেআইনি।‘চাও টাও’ নাম রাখা নিষিদ্ধ অস্ট্রেলিয়া এবং মালয়শিয়াতে । কারণ এই নামের অর্থ মাথার দুর্গন্ধ।
‘সায়ানাইড’ নামটি ব্রিটেনে রাখা যায়না। এই মারাত্মক বিষের নাম নামকরণ করতে পারেন না বাবা মায়েরা। ‘এনরিকে’ নামটি যতই পছন্দ হোক, আয়্যারল্যান্ডে এই নাম রাখতে পারবেন না ছেলের। ‘জেম্স বন্ড’ এর যতই ভক্ত হন, মেক্সিকোতে থাকলে ছেলের এই নাম রাখতে পারবেন না।