Nadia: শিল্পস্থাপনে নদিয়ার পর্যটনে জোর, দ্রুত নবদ্বীপ-মায়াপুর সংযুক্তিকরণে নির্দেশ মুখ্যমন্ত্রীর

0
1

লক্ষ্য রাজ্যের শিল্পোন্নয়ন-কর্মসংস্থান। বৃহস্পতিবার, কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠকে নদিয়ায় শিল্পস্থাপনে পর্যটনে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। মায়াপুরের ইসকন মন্দিরে কাজে সম্পর্কে খোঁজ নেওয়া পাশাপাশি, নবদ্বীপ-মায়াপুরকে সংযুক্তিকরণ করে পর্যটকদের কাছে আকর্ষণীয় করার কথা বলে মমতা। কারণ নবদ্বীপ (Nabadwip)কে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। দ্রুত এই শহরকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করার জন্যে প্রশাসনকে দ্রুত কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

নদিয়ার বিধানসভা কেন্দ্রগুলিতে একটি করে শিল্প পার্ক তৈরি করার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। বলেন, এ ক্ষেত্রে আগের বিধি বদলে ৫ একর জমিতে শিল্প পার্ক তৈরি করার ছাড়পত্র দেওয়া হবে। বিধানসভা কেন্দ্র ধরে ধরে একটি করে শিল্প পার্ক হবে।

আরও পড়ুন- PELE: আবারও হাসপাতালে ভর্তি ফুটবল সম্রাট পেলে

প্রশাসনিক সভায় মমতা জানতে চান মায়াপুর ইসকন মন্দিরকে দেওয়া হয়েছে ৭০০ একর জমিতে কী কাজ হয়েছে? নদিয়ার জেলাশাসক শশাঙ্ক শেট্টি জানান, যে ওই জমিতে ইতিমধ্যে একটি মিউজিয়াম তৈরির কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী দ্রুত কাজ শেষের নির্দেশ দেন।