Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
2

১) জল্পনাই অবসান। একদিনের ক্রিকেটের নতুন অধিনায়ক হলেন রোহিত শর্মা  । অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি । নতুন অধিনায়ক করা হয় রোহিত শর্মাকে। বুধবার টুইট করে জানাল বিসিসিআই।

২) দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করল বিসিসিআই। দলেরও সহ-অধিনায়ক করা হয়েছে রোহিতকে। অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা ও ঈশান্ত শর্মার সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও তিন জনই এই দলে রয়েছেন।

৩) জয় দিয়ে বিজয় হাজারে ট্রফির অভিযান শুরু করল বাংলা। এলিট গ্রুপ বিতে বরোদাকে২৭ রানে হারিয়ে চার পয়েন্ট তুলে নিল সুদীপ চট্টোপাধ্যায়ের দল। প্রথমে ব‍্যাট করত নেমে ২৩০ রান করে বাংলা।

৪) আইসিসি টেস্ট অলরাউন্ডার  র‍্যাঙ্কিং-এ উন্নতি ভারতের  রবিচন্দ্রন অশ্বিনের । সদ‍্য প্রকাশিত হওয়া আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করার সুবাদে আইসিসি র‍্যাঙ্কিং-এ উন্নতি অশ্বিনের।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ