Vijay Hazare Trophy: জয় দিয়ে বিজয় হাজারে ট্রফির অভিযান শুরু বাংলার

0
2

জয় দিয়ে বিজয় হাজারে ট্রফির(Vijay Hazare Trophy) অভিযান শুরু করল বাংলা( Bengal)। এলিট গ্রুপ বিতে বরোদাকে( Baroda) ২৭ রানে হারিয়ে চার পয়েন্ট তুলে নিল সুদীপ চট্টোপাধ্যায়ের দল।

ম‍্যাচে এদিন টসে জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় বরোদা। প্রথমে ব‍্যাট করত নেমে ২৩০ রান করে বাংলা। বাংলার হয়ে দুরন্ত ব‍্যাটিং অভিষেক দাস এবং কাইফ আহমেদের। ৬২ রান করেন অভিষেক। ৬৭ রান করেন কাইফ আহমেদ। শূন‍্য রান করেন শ্রীবৎস গোস্বামী। ৪৮ রান করেন ঋত্বিক চৌধুরী। বরোদার হয়ে ৪ উইকেট নেন অতীত শেঠ , ৩ উইকেট নেন লুকম্যান মেরিওয়ালা। ২ টি উইকেট নেন ক্রুণাল পান্ডিয়া।

জবাবে ব‍্যাট করতে নেমে ২০৩ রানে গুটিয়ে যায় বরোদার ইনিংস। বরোদার হয়ে লড়াই চালান ক্রনাল পান্ডিয়া। ৩৯ রান করেন তিনি। অধিনায়ক কেদার দেবদার করেন ৩৫ রান। পিএ কুমার করেন ৩৮ রান। বাংলার হয়ে তিন উইকেট নেন আকাশ দীপ। দুটি করে উইকেট নেন মুকেশ কুমার, শাহবাজ আহমেদ ও ঋত্বিক চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:Indian team: দক্ষিণ আফ্রিকা সফরে কি নতুন সহ-অধিনায়ক পেতে চলেছে ভারতীয় দল? জল্পনা তুঙ্গে