দক্ষিণ আফ্রিকা ( South Africa) সফরে কি নতুন সহ-অধিনায়ক পেতে চলেছে ভারতীয় দল(India Team)? সূত্রের খবর, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে রাহানেকে সহ-অধিনায়কের পদ থেকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বিসিসিআই।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্তা বলেন, কয়েকদিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরের দল বাছাইয়ের জন্যই বৈঠকের আয়োজন করা হবে। রোহিত শর্মাকে টেস্ট দলের সহ-অধিনায়ক করা হবে তা নিশ্চিত করা হতে পারে।”

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট নিজের চেনা ছন্দে একদমই ছিলেন রাহানে। প্রথম টেস্টে খেললেও, দ্বিতীয় টেস্টে চোটের কারণে ছিলেন না তিনি।
আরও পড়ুন:ODI: একদিনের অধিনায়কত্ব নিয়ে কোহলি, রোহিতের সঙ্গে আলোচনায় বিসিসিআই : সূত্র













































































































































