উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) দুরন্ত জয় পেল পিএসজি (PSG)। মঙ্গলবার রাতে ক্লাব ব্রুজকে ( Club Brugge) ৪-১ গোলে হারাল মেসি, এমব্যাপেরা। ম্যাচে জোড়া গোল লিওনেল মেসি এবং কিলিয়ান এমব্যাপের।
ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখায় পিএসজি। যার ফলে ম্যাচের ২ মিনিটের মাথায় গোল করে পিএসজিকে এগিয়ে দেন এমব্যাপে। এরঠিক কয়েক মিনিটের ব্যবধানে ফের গোল করে পিএসজিকে ২-০ গোলে এগিয়ে দেন সেই এমব্যাপে। এরপর ৩৮ মিনিটে এমব্যাপের দুর্দান্ত পাসে গোল করে পিএসজির হয়ে ৩-০ করেন লিওনেল মেসি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ম্যাচে দাপট দেখিয়েছিল ব্রুজ। যার ফলে ৬৮ মিনিটে গোল পায় ক্লাব ব্রুজ। ব্রুজের হয়ে গোলটি করেন ম্যাটস রিটস। তবে ৭৬ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন মেসি।
অপরদিকে আরবি লিপজিগের কাছে ২-১ গোলে হারল ম্যানঞ্চেস্টার সিটি। ইতিমধ্যেই গ্রুপের শীর্ষস্থানে থেকে পরের রাউন্ডে ওঠা নিশ্চিত করেছিল ম্যানসিটির। ফলে মঙ্গলবার ম্যাচে বেঞ্চের বেশ কিছু খেলোয়াড়কে সুযোগ দেন কোচ পেপ গুয়ারর্দিওয়ালা।
আরও পড়ুন:Sc EastBengal: দলের খেলায় হতাশ ইস্টবেঙ্গল কোচ, বললেন,আরও অনুশীলন করতে হবে আমাদের