আগামী ১৯ ডিসেম্বর রয়েছে কলকাতার পুরভোট (KMC Election)। আর এই পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চাওয়ায় রাজ্যপালকে (Governor Jagdeep Dhankar) নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তৃণমূল (TMC) সাংসদ বলেন, ‘কলকাতা পুরভোটের (Kolkata Municipal Corporation Election) জন্য আপনি কেন কেন্দ্রীয় বাহিনী (Central Force) চাইছেন? এবার আপনার ক্ষমতার সীমারেখাটা বোঝা দরকার। অপ্রীতিকর পরিস্থিতি তৈরির জন্য প্ররোচনা দেওয়াই আপনার আসল উদ্দেশ্য। আপনি এখনও দিল্লি বিজেপির চাকরিটা ছাড়েননি।’
ট্যুইটারে রাজ্যপাল জগদীপ ধনকড় লেখেন, ‘কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। কেন্দ্রীয় বাহিনীতে রাজ্য নির্বাচন কমিশনের দৃঢ় বিরোধিতা সুষ্ঠু ভোটের জন্য শুভ নয়।’
আরও পড়ুন- CDS বিপিন রাওয়াতের হেলিকপ্টারে দুর্ঘটনা: দুঃখপ্রকাশ মমতা-রাহুল সহ অন্যান্য নেতৃত্বের
তৃণমূল (TMC) সাংসদের ট্যুইট, “ অপ্রীতিকর পরিস্থিতি তৈরির জন্য প্ররোচনা দেওয়াই আপনার আসল উদ্দেশ্য।’’ “আপনি এখনও দিল্লি বিজেপির চাকরিটা ছাড়েননি।’’ রাজ্যপালকে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।