Sc EastBengal: দলের খেলায় হতাশ ইস্টবেঙ্গল কোচ, বললেন,আরও অনুশীলন করতে হবে আমাদের

0
3

চলতি আইএসএলে(ISL)এখনও পযর্ন্ত জয়ের মুখ দেখেনি এসসি ইস্টবেঙ্গল( SC EastBengal)। শেষ ম‍্যাচ এফসি গোয়ার(Fc Goa)বিরুদ্ধে ৩ গোল দিলেও, ডিফেন্সের ভুলে ৪ গোল হজম করতে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। এই অবস্থায় দলের খেলায় হতাশ ইস্টবেঙ্গল কোচ মানোলো দিয়াজ। বললেন, আরও অনুশীলন করতে হবে আমাদের এবং নিজেদের স্তর আরও বাড়াতে হবে।

ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে ইস্টবেঙ্গল কোচ বলেন, আমাদের আরও অনুশীলন করতে হবে এবং নিজেদের স্তর আরও বাড়াতে হবে, আর বড় ভুল করা চলবে না। আমরা অনেক ভুল করেছি। সেই ভুল কাজে লাগিয়েই এফসি গোয়া পর পর গোল করেছে। আমাদের খেলায় আরও উন্নতি করতে হবে। এত ভুল করলে চলবে না।”

এদিকে লাল-হলুদ কোচ দিয়াজের দল নির্বাচন নিয়ে উঠছে অনেক প্রশ্ন। কেন প্রতি ম‍্যাচে প্রথম এগারো সুযোগ পাচ্ছেন ডিফেন্ডার রাজু গায়কোয়ারড? কেন হাওকিপকে ওড়িশা ম‍্যাচের পর খেলাচ্ছে না কোচ? হাওকিপ প্রসঙ্গে দিয়াজ বলেন,”পেরোসেভিচ ও চিমাকে বেশি ক্ষণ খেলাতে হচ্ছে। সে জন্যই ওকে বেশি খেলানো যাচ্ছে না। তবে ভবিষ্যতে ওকে নিশ্চয়ই খেলতে দেখা যাবে।”

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস