১) আইএসএলে ফের হারের মুখ দেখল এসসি ইস্টবেঙ্গল। মঙ্গলবার এফসি গোয়ার কাছে ৪-৩ গোলে হারল মানোলো দিয়াজের দল। এই হারের ফলে চলতি আইএসএলে এখনও জয়ের মুখ দেখল না লাল-হলুদ ব্রিগেড। আর ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএসএলে প্রথম জয় পেল গোয়া।
২)শেষ ম্যাচে জামশেদপুর এফসির কাছে ২-১ গোলে হারে এটিকে মোহনবাগান। আর এই ম্যাচে দল একেবারেই ভালো খেলতে পারেনি, তা স্বীকার করে নিলেন বাগানের ফিজি সুপারস্টার রয় কৃষ্ণা। বললেন, আমরা যথেষ্ট ভাল খেলতে পারিনি। কোনও জায়গাতেই আমরা ভাল খেলতে পারিনি।
৩) ভারতের বিরুদ্ধে ২১ সদস্যের টেস্ট দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা বোর্ড। দক্ষিণ আফ্রিকায় গিয়ে তিনটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। সেই সিরিজের জন্য ২১ সদস্যে দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা বোর্ড। ভারতের বিরুদ্ধে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ডিন এলগার। ডেপুটি হিসাবে থাকবেন তেম্বা বাভুমা।
৪) ভক্তের ইচ্ছাপূরণ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এক ভক্তের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন কোহলি। টুইট করে ভিডিও প্রকাশ যুবকের। ক্যাপশনে তিনি লেখেন, “বিরাট কোহলি আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
৫) এশিয়ান যুব প্যারা গেমসের ভারতের দাপট। এশিয়া যুব প্যারা গেমসে মোট ১৬টি পদক জিতে অভিযান শেষ করেছে ভারতের প্যারা ব্যাডমিন্টন দল। মোট চারটি সোনা, সাতটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ পদক জিতেছে ভারতের প্যারা শাটলাররা।
আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন