Icc Ranking: আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিং-এ উন্নতি অশ্বিনের

0
1

আইসিসি টেস্ট অলরাউন্ডার ( Icc Test All-Roundr) র‍্যাঙ্কিং-এ উন্নতি ভারতের (India) রবিচন্দ্রন অশ্বিনের (R Ashwin)। সদ‍্য প্রকাশিত হওয়া আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করার সুবাদে আইসিসি র‍্যাঙ্কিং-এ উন্নতি অশ্বিনের।

বুধবারই প্রকাশিত হয় আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ অলরাউন্ডারের তালিকা। সেই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অশ্বিন। অশ্বিনের পয়েন্ট ৩৬০। এক্ষেত্রে তিনি পিছনে ফেললেন তারই সতীর্থ রবীন্দ্র জাদেজাকে। চতুর্থ স্থানে রয়েছেন জাদেজা। টেস্ট অলরাউন্ডারের তালিকায় শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। দীর্ঘদিন ক্রিকেট থেকে বিরতি সারার পর অ্যাশেজ সিরিজে ফিরে আসা ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকস রয়েছেন তিন নম্বরে। পাঁচ নম্বরে নিজের স্থান বজায় রেখেছেন বাংলাদেশের শাকিব আল হাসান।

আরও পড়ুন:Pat Cummins: অধিনায়কত্বের অভিষেকেই রেকর্ড গড়লেন প‍্যাট কামিন্স