CDS বিপিন রাওয়াতের হেলিকপ্টারে দুর্ঘটনা: দুঃখপ্রকাশ মমতা-রাহুল সহ অন্যান্য নেতৃত্বের

0
1

তামিলনাড়ুর(Tamil Nadu) কন্নুর এলাকায় ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার দুর্ঘটনায় এখনো পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই হেলিকপ্টারে সওয়ার ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত(Bipin Rawat) ও তাঁর স্ত্রী অন্যান্য সেনা আধিকারিকরা। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩ জনকে। ভয়াবহ এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর দুঃখ প্রকাশ করেছেন দেশের শীর্ষ নেতৃত্বরা। দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee), কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি সহ অন্যান্য নেতৃত্বরা।

মর্মান্তিক এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর টুইটে দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি লেখেন, অত্যন্ত মর্মান্তিক খবর পেলাম কন্নুর থেকে। আজ গোটা দেশ প্রার্থনা করছে এসডিএস বিপিন রাওয়াত ও তার পরিবারের সদস্যদের সুস্থতার জন্য। একইসঙ্গে প্রার্থনা করছি যারা এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তারা প্রত্যেকে যেন সুস্থ হয়ে ওঠেন। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি টুইটারে লেখেন, ভয়াবহ এই দুর্ঘটনায় আমি স্তম্ভিত। ওই হেলিকপ্টারে সিডিএস বিপিন রাওয়াত ছিলেন। আমি তার এবং বাকি সকলের সুস্থতা কামনা করি। টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লেখেন, সিডিএস বিপিন রাওয়াত, তাঁর পরিবার ও বাকি সকলের সুরক্ষার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।