Roy Krishna: জামশেদপুরের বিরুদ্ধে দল ভালো খেলেনি, বললেন বাগানের রয় কৃষ্ণা

0
1

আইএসএলে( ISL) পরপর দুই ম‍্যাচে হার। শেষ ম‍্যাচে জামশেদপুর এফসির ( Jamshedpur Fc) কাছে ২-১ গোলে হারে এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)। আর এই ম‍্যাচে দল একেবারেই ভালো খেলতে পারেনি, তা স্বীকার করে নিলেন বাগানের ফিজি সুপারস্টার রয় কৃষ্ণা। বললেন, আমরা যথেষ্ট ভাল খেলতে পারিনি। কোনও জায়গাতেই আমরা ভাল খেলতে পারিনি।

সাংবাদিক সম্মেলনে এসে রয় কৃষ্ণা বলেন,”আমরা যথেষ্ট ভাল খেলতে পারিনি। কোনও জায়গাতেই আমরা ভাল খেলতে পারিনি। কখনওই আমাদের দেখে মনে হয়নি সেরাটা দিতে পারছি। আরও কঠোর পরিশ্রম করতে হবে, মানসিকতা বদলাতে হবে। মুম্বই ম্যাচে হারের পরে আমাদের আরও মরিয়া হয়ে ওঠা উচিত ছিল। সেটা পারিনি। জানতাম জামশেদপুর যথেষ্ট ভাল দল। ওরা সত্যিই ভাল খেলেছে। ওরা যা খেলেছে তাতে ওদেরই তিন পয়েন্ট প্রাপ্য ছিল।”

১১ তারিখ আইএসএলের পরবর্তী ম‍্যাচে বাগানের প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। সেই ম‍্যাচে ঘুরে দাঁড়ানোর কথা বললেন রয় কৃষ্ণা। কৃষ্ণা বলেন,” পরের ম্যাচে ওরা পুরো শক্তি উজাড় করে দেবে। দু’টো ম্যাচ হেরে সব কিছু শেষ হয়ে যায়নি। এখনও অনেকটা পথ যাওয়া বাকি আছে আমাদের। যথেষ্ট ভাল মানের খেলোয়াড় রয়েছে আমাদের দলে। সেটা আমাদের প্রমাণ করতে হবে। দলের ছেলেদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। আশা করি পরের ম্যাচে আমাদের পজেটিভ পয়েন্ট হবে। নিজেদের সেরা পারফরম্যান্স দেব।”

আরও পড়ুন:South Africa: ভারতের বিরুদ্ধে ২১ সদস্যের টেস্ট দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা বোর্ড