ভারতের ( india) বিরুদ্ধে ২১ সদস্যের টেস্ট দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা বোর্ড( South Africa Board)। গত শনিবারই ঠিক হয়েছে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল( India Team) । সেখানে তিনটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা (Virat Kohli)। সেই সিরিজের জন্য ২১ সদস্যে দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা বোর্ড। ভারতের বিরুদ্ধে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ডিন এলগার। ডেপুটি হিসাবে থাকবেন তেম্বা বাভুমা।
২১ জনের দলে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন সিসান্দা মাগালা ও রিয়ান রিকেলটন। টেস্ট দলে কামব্যাক করেছেন ডুয়ান অলিভিয়ের। দলে রয়েছেন ডি’কক, রাবাদা, নরকিয়া, দাসেন, কেশব মহারাজের মতো তারকারা। ভারতীয়-এ দলের বিরুদ্ধে চলতি বেসরকারি টেস্টে নজর কাড়া সারেল এরউইও জায়গা পেয়েছেন টেস্ট স্কোয়াডে।
একনজরে দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড:
ডিন এলগার (অধিনায়ক), তেম্বা বাভুমা (সহঅধিনায়ক), কুইন্টন ডি’কক, কাগিসো রাবাদা, সারেল এরউই, বিউরান হেনড্রিকস, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, এডেন মার্করাম, উইয়ান মাল্ডার, এনরিখ নরকিয়া, কিগান পিটারসেন, রাসি ভ্যান ডার দাসেন, কাইল ভেরেইন, মার্কো জানসেন, গ্লেন্টন স্টুরমান, প্রেনেলান সাবরায়েন, সিসান্দা মাগালা, রিয়ান রিকেলটন, ডুয়ান অলিভিয়ের।
#Proteas SQUAD ANNOUNCEMENT 🚨
2️⃣ 1️⃣ players
Maiden Test call ups for Sisanda Magala and Ryan Rickelton 👍
Duanne Olivier returns 🇿🇦Read more here ➡️ https://t.co/ZxBpXXvQy1#SAvIND #BetwayTestSeries #BePartOfIt pic.twitter.com/6rIDzt1PuO
— Proteas Men (@ProteasMenCSA) December 7, 2021