আইএসএলে (Isl) ফের হারের মুখ দেখল এসসি ইস্টবেঙ্গল (Sc Eastbengal)। মঙ্গলবার এফসি গোয়ার ( Fc Goa) কাছে ৪-৩ গোলে হারল মানোলো দিয়াজের দল। এই হারের ফলে চলতি আইএসএলে এখনও জয়ের মুখ দেখল না লাল-হলুদ ব্রিগেড। আর ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএসএলে প্রথম জয় পেল গোয়া।
ম্যাচে তিন গোল পেল ইস্টবেঙ্গল। কিন্তু রক্ষণে ভুলে হজম করতে হল ৪ গোল। চলতি আইএসএলে লাল-হলুদের ডিফেন্স যে এখনও সফল না, মঙ্গলবারের ম্যাচে তা আরও একবার প্রমাণিত। ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণ চালায় এফসি গোয়া। যার ফলে ম্যাচের ১৪ মিনিটে মাথায় দুরপাল্লার শটে গোল করেন আলবার্তো নোগুয়েরা। এরপর পাল্টা আক্রমণ চালায় লাল-হলুদ ব্রিগেড। যার ফলে ম্যাচের ২৬ মিনিটে গোলার মত শটে সমতা ফেরাধ আন্তোনিও পেরোসেভিচ। তবে ৩২ মিনিটে বক্সে ফাউল করেন সৌরভ দাস, যার ফলে পেনাল্টি পায় গোয়া। আর পেনাল্টি থেকে গোয়াকে গোল করে এগিয়ে দেন জর্জে ওরতিজ। এরপর ৩৭ মিনিটে ফ্রিকিক থেকে দুরন্ত গোল করেন আমির ডেরভিসেভিচ। তবে ৪৪ মিনিটে ফের এগিয়ে যায় গোয়া। আত্মঘাতী গোল করেন ইস্টবেঙ্গলের পেরোসেভিচ।
তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় দিয়াজের দল। যার ফলে ম্যাচের ৫৯ মিনিটে গোল করে লাল-হলুদের হয়ে ৩-৩ করেন পেরোসেভিচ। তবে এরপরই পাল্টা আক্রমণ চালায় গোয়া। যার ফলে ৭৯ মিনিটে জয়সূচক গোলটি করেন নোগুয়েরা।
আরও পড়ুন:Virat Kohli: ভক্তের ইচ্ছাপূরণ করলেন কোহলি, টুইট করে ভিডিও প্রকাশ যুবকের