মঙ্গলবার, সকালে শ্রীরামপুর চাত্তরার কালীবাবুর ঘাটে একটি মরা কুমির পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কুমির ভেসে এসেছে এই খবরে বহু মানুষ ভিড় জমান গঙ্গার ঘাটে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, যে কুমিরটি মরা অবস্থায় ভেসে এসেছে। তবে, গঙ্গায় কুমির আসায় স্থানীয়দের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর ভীতির কারণ, প্রতিদিন বহু মানুষ বিভিন্ন গঙ্গার ঘাটে স্নান করেন। বহু মানুষ পূজা-পার্বণ উপলক্ষ্যে গঙ্গায় স্নান করেন। সেই কুমির যদি গঙ্গায় থাকে তাহলে ভয়ের কারণ তো থাকবেই। এই ঘটনার পর স্থানীয় পুরসভা এবং বনদফতরকে খবর দেওয়া হয়েছে।
আরও পড়ুন- Chief Minister: চিপ কথা বলবেন না: প্রশাসনিক বৈঠক থেকে বিধায়ককে কড়া ধমক মুখ্যমন্ত্রীর




































































































































