Ravi Shastri: ‘বিরাট’ প্রশংসায় ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী

0
6

নিউজিল্যান্ডের ( New Zealand) বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে আইসিসি ( ICC) টেস্ট র‍্যাঙ্কিং-এ ফের শীর্ষে এসেছে ভারতীয় দল( India Team)। রবি শাস্ত্রীর ( Ravi Shastri) কোচিং- এক নম্বর টেস্ট দল হিসেবে পাঁচ বছর বিশ্বক্রিকেটকে শাসন করেছে ভারত। আর দলের এই সাফল্যের পিছনে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে কৃতিত্ব দিলেন শাস্ত্রী।

এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন কোচ বলেন, “গত পাঁচ বছরে যদি কোনও দল টেস্ট ক্রিকেটের দূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে থাকে, তবে সেই কাজ করে দেখিয়েছে ভারতীয় দল। সেই অভিযানে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বিরাট কোহালি। বেশির ভাগ দলের মতো বিরাটও টেস্ট ক্রিকেটের পূজারি। বাকি ক্রিকেটবিশ্বের কাছে এই ব্যাপারটা আপাত ভাবে হয়তো খুবই বিস্ময়কর। সারা বছরে ভারতীয় দল যে পরিমাণ একদিনের ম্যাচ খেলে এবং যেখানে রয়েছে আইপিএলের মতো প্রতিযোগিতা, তার পরেও ভারতীয় দলের টেস্ট ক্রিকেটের প্রতি ভালবাসা নিঃসন্দেহে বাকিদের কাছে অবাক করে দেওয়ার মতোই একটা বিষয়। এই দলের যে কোনও ক্রিকেটারকে যদি প্রশ্ন করা যায়, তা হলে ৯৯ শতাংশ সদস্য বলবে টেস্ট ক্রিকেটের প্রতি তার ভালবাসা কতটা গভীর।”

এরপাশাপাশি শাস্ত্রী আরও বলেন, “ঠিক সেই কাজটাই গত পাঁচ বছর ধরে করেছে ভারতীয় দল এবং প্রত্যেক বছরের শেষে বিশ্বের এক নম্বর টেস্ট দল হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস