Virat Kohli: ভক্তের ইচ্ছাপূরণ করলেন কোহলি, টুইট করে ভিডিও প্রকাশ যুবকের

0
1

ভক্তের ইচ্ছাপূরণ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি( Virat Kohli)। এক ভক্তের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন কোহলি। টুইট করে ভিডিও প্রকাশ যুবকের।

সোমবার নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ‘বিরাট’ জয় পেয়ে সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে টিম হোটেল থেকে যখন বেরোচ্ছিল ভারতীয় দল, তখন এক ভক্ত একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আজ আমার জন্মদিন’। আর যখন অধিনায়ক বিরাট কোহলি তার পাশ দিয়ে যাচ্ছিলেন, সেই সময় ভক্তটি বলে ওঠেন যে আজ তার জন্মদিন। আর তারপরই সেই ভক্তকে জন্মদিনের শুভেচ্ছা জানান বিরাট। আর তারপর স্বাভাবিক ভাবে ভক্তটি উচ্ছ্বাসে ফেটে পড়েন।

যুবকের নাম বীনেশ প্রভু। টুইট করে সেই ঘটনার ভিডিও প্রকাশ করেন তিনি। ক্যাপশনে তিনি লেখেন, “বিরাট কোহলি আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আপনার বিশেষ দিনে আপনার সব থেকে প্রিয় ক্রিকেটার যখন শুভেচ্ছা জানান, ভারত ম্যাচ জেতে ও আপনাকে টেলিভিশনে দেখানো হয়, তা হলে তার থেকে ভাল কিছু হতে পারে না। বিরাট, আপনাকে ভালবাসি। সব থেকে ভাল মানুষ।”

আরও পড়ুন:Roy Krishna: জামশেদপুরের বিরুদ্ধে দল ভালো খেলেনি, বললেন বাগানের রয় কৃষ্ণা