Election Commission: কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন নেই, রাজভবনে স্পষ্ট জানাল রাজ্য নির্বাচন কমিশন

0
1

কেন্দ্রীয় বাহিনী ছাড়াই কলকাতা পুরভোট নির্বিঘ্নে করা সম্ভব। রাজভবনে স্পষ্ট জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন।

মঙ্গলবার রাজ্য পুলিশের তরফে কলকাতা পুরভোটে বাহিনী নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। যা আর কয়েক ঘন্টার মধ্যে রাজভবনে পাঠানো হবে রাজ্যপালের কাছে। তার আগেই রাজ্যপালকে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়ে দিলেন, আসন্ন কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুন- Chanditala: চাঞ্চল্যকর মোড়! চণ্ডীতলায় ৩ খুনের মূল অভিযুক্তর দেহ উদ্ধার রেললাইনে

আসন্ন কলকাতা পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কিছুদিন আগেই রাজ্যপালের কাছে আর্জি জানিয়েছিলেন বিজেপি নেতারা। তারপর থেকেই বিজেপি নেতাদের সুরে সুর মিলিয়ে পুরভোটেও কেন্দ্রীয় বাহিনী চাই বলে সওয়াল করতে শুরু করেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

এই ইস্যুতে সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয় রাজ্য বিজেপির নেতারা। পুরভোটে বিএসএফ চাই বলে একাধিকবার টুইট করেছেন রাজ্যপাল। কখনও রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে ডেকে পাঠিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন। কিন্তু রাজভবনের কথা শুনতে নারাজ রাজ্য নির্বাচন কমিশন।
কলকাতা পুরভোটে পুলিশই যথেষ্ট বলে রাজ্যপালকে স্পষ্ট জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।