অসম রাইফেলসের গুলিতে নিরীহ গ্রামবাসীদের মৃত্যু এবং তার জেরে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত নাগাল্যান্ড (Nagaland)। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সোমবার নাগাল্যান্ড যাওয়ার কথা ছিল তৃণমূলের (Tmc) প্রতিনিধি দলের। অসম (Assam) হয়ে সড়ক পথে নাগাল্যান্ড যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু ১৪৪ ধারা জারি থাকায় নাগাল্যান্ড আপাতত বাইরের কাউকে ঢুকতে দিচ্ছে না প্রশাসন। সেই কারণে দমদম বিমানবন্দরে পৌঁছেও সফর বাতিল করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব, অপরূপা পোদ্দার, শান্তনু সেন ও বিশ্বজিৎ দেবরা।

নাগাল্যান্ডের ঘটনায় রবিবার টুইট (Tweet) করে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মমতা লেখেন, “নাগাল্যান্ড থেকে খুব খারাপ খবর এসেছে। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। যাঁরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।” ঘটনার তদন্তও দাবি করেন মুখ্যমন্ত্রী। রবিবার রাতেই প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল। কিন্তু নাগাল্যান্ডে আপাতত বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। জারি রয়েছে ১৪৪ ধারা। সেই কারণেই সফর বাতিল করতে বাধ্য হলেন তৃণমূল সাংসদরা।















































































































































