দশমাস অতিক্রান্ত, পদ্মশ্রী এখনও হাতে আসেনি !

0
3

তিনি হাসির জাদুকর। তাঁর কলমের জাদুতে হাসি ফোটে শিশুদের। আট থেকে আশি সবাই মুগ্ধ ম তাঁর সৃষ্টিতে। বাংলার কমিক জগতকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন তিনি।

আরও পড়ুন-   Rabi Shashtri: ফের কোচের ভূমিকায় রবি শাস্ত্রী?

একাধিক কার্টুন চরিত্র হাঁদাভোঁদা, নন্টেফন্টে কিংবা বাঁটুল দ্য গ্রেট মানেই কিংবদন্তি নারায়ণ দেবনাথ।
প্রখ্যাত এই কার্টুনিস্টকে নিয়েও রাজনীতি করতে ছাড়েনি কেন্দ্রীয় সরকার। একুশের নির্বাচনের আগে বাংলার এই প্রখ্যাত কার্টুনিস্টকে পদ্মশ্রী দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই ঘোষণাই সার এখনও হাতে আসেনি পদ্মশ্রী। প্রায় দশমাস অতিক্রান্ত ভোট শেষ প্রতিশ্রুতি শেষ কেন্দ্রের।
২০২১-এর পদ্মসম্মান প্রাপক রাজ্যের সাতজনের মধ্যে অন্যতম প্রাপক ছিলেন হাওড়ার শিবপুরের বাসিন্দা কিংবদন্তী কার্টুনিস্ট নারায়াণ দেবনাথ। ৯৮ বছর বয়সী নারায়ণবাবু অসুস্থ, শয্যাশায়ী। কথা ছিল তাঁর তরফে পদ্ম সম্মান আনতে যাবে দু’জন সদস্য। পরবর্তীতে বলা হয়, কাউকে দিল্লি যেতে হবে না নারায়াণ দেবনাথ বাবুর বাড়িতে পাঠানো হবে পদ্মশ্রী। কিন্তু সেই ঘোষণাই সার। এখনও হাতে ওঠেনি পদ্ম সম্মান।

২০১৩ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন নারায়াণ দেবনাথ।