সিঙ্গুরের (Singur) পর এবার চণ্ডীতলা (Chanditala)। হুগলিতে (Hoogli) ফের একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন। অভিযোগ আত্মীয়দের বিরুদ্ধে। চণ্ডীতলার নৈটি এলাকার বাসিন্দা সঞ্জয় ঘোষ, তাঁর স্ত্রী মিতালি ও তাঁদের মেয়ে শিল্পাকে কুপিয়ে খুন করা হয়। অভিযোগ, তাঁদেরই আত্মীয় শ্রীকান্ত ও তপন ঘোষের বিরুদ্ধে। ঘটনাস্থলে যায় চণ্ডীতলা থানার পুলিশ (Chanditala)।
আরও পড়ুন- Jagdeep Dhankhar:পুরভোটের প্রস্তুতি নিয়ে ফের রাজ্য নির্বাচন কমিশনারকে তলব ধনকড়ের
পুলিশ সূত্রে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত তপন ঘোষকে আটক করেছে পুলিশ। আরেক অভিযুক্ত শ্রীকান্ত ঘোষ পলাতক। ২ ডিসেম্বর সিঙ্গুরের নান্দায় একই পরিবারের চারজনকে খুন করেন তাঁদেরই আত্মীয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। এদিন, চণ্ডীতলা একই ঘটনার পুনরাবৃত্তি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।








































































































































