Icc Test Ranking: আবারও আইসিসির টেস্ট র‍্যাঙ্কিং-এ শীর্ষে কোহলির ভারত

0
1

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ ( Icc Test Ranking)আবার শীর্ষ স্থানে পৌঁছে গেল ভারত(India)। সোমবার প্রকাশিত আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং, সেখানে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ( New Zealand) সরিয়ে শীর্ষ স্থানে চলে এলেন বিরাট কোহলিরা (Virat kohli)। সোমবারই কিউয়িদের ৩৭২ রানে হারায় টিম ইন্ডিয়া। সেই জয়ের ফল হিসাবে শীর্ষে পৌঁছাল টিম ইন্ডিয়া।

সোমবারই প্রকাশিত হয় আইসিসির টেস্ট র‍্যাঙ্কিং। সেখানে যে ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি, তাতে ভারত ১২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড,  ১২১ পয়েন্ট তাদের। অনেক পিছনে রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১০৮ আর ইংল্যান্ডের পয়েন্ট ১০৭।

আরও পড়ুন:R Ashwin: ভারত-নিউজল‍্যান্ড ম‍্যাচে অনন্য নজির গড়লেন অশ্বিন