এবার পুরভোট নিয়ে রাজ্য-রাজ্যপাল সঙ্ঘাত। পুরভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে ফের তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankhar)।মঙ্গলবার সৌরভ দাসকে (Sourav Das)রাজভবন (Raj Bhavan) চূড়ান্ত রিপোর্ট পেশ করতে বলেছেন রাজ্যপাল৷ কলকাতা পুর নির্বাচনের প্রস্তুতি (KMC Election 2021) এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয়ে সৌরভ দাসের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন জগদীপ ধনকড়৷ সোমবার সকালে টুইট করে একথা জানিয়েছেন রাজ্যপাল ৷
আরও পড়ুন:Nagaland: গুলিকাণ্ডে কেন্দ্র-রাজ্য সংঘাত, আধাসেনার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত FIR দায়ের নাগাল্যান্ড পুলিশের
টুইটে রাজ্যপাল লেখেন, ৭ ডিসেম্বর কলকাতা পুরভোটের প্রস্তুতি ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস রাজভবনে এসে রাজ্যপালের কাছে পেশ করবেন। রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে রাজ্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
https://twitter.com/jdhankhar1/status/1467697036539543552?s=24
প্রসঙ্গত, এর আগে কলকাতা পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার পর, রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে ডেকে পাঠান রাজ্যপাল। এরপর ৪ ডিসেম্বর, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী নিয়োগ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের পদক্ষেপ জানতে চেয়ে রিপোর্ট-সমেত ফের রাজ্যপালের সঙ্গে দেখা করতে বলা হয়। আগামী ১৯ ডিসেম্বর কলকাতার পুরভোট৷ রাজ্য নির্বাচন কমিশন কেমন ব্যবস্থা নিয়েছে তা জানতে বারবার কমিশনারকে তলব করছেন রাজ্যপাল৷ এরই মধ্যে নবান্ন জানিয়ে দিয়েছে, রাজ্য পুলিশই কলকাতা পুরভোটে নিরাপত্তার দায়িত্ব পালন করবে৷ যদিও এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। তবে তার আগে একবার ফের রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।