“ভুল বোঝাবুঝির জেরে গুলি চলেছিল নাগাল্যান্ডে(Nagaland)”। মন জেলায় সেনার গুলিতে ১৪ গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় সোমবার সংসদে(parliament) এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। পাশাপাশি এই ঘটনাকে “গভীর দুঃখজনক” ঘটনা বলে মন্তব্য করেন তিনি। সিট গঠন করে পূর্ণাঙ্গ তদন্তেরও আশ্বাস দেওয়া হয় কেন্দ্রের তরফে।
এদিন সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বিবৃতিতে জানান, শনিবার রাতে নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে খনিশ্রমিকদের গাড়িকে জঙ্গিদের গাড়ি ভেবে ভুল করে সেনাবাহিনী। গাড়িটিকে থামতে বলা হলেও সেটি না থামায় সন্দেহভাজন জঙ্গি ভেবে গুলি চালানো হয়। এই ঘটনায় গাড়িতে থাকা ৮ জনের মধ্যে ৬ জনের মৃত্যু হয়। বাকি দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উত্তেজিত গ্রামবাসী অসম রাইফেলসের শিবিরে চড়াও হলে আত্মরক্ষার্থে গুলি চালান জওয়ানরা এই ঘটনাতে মৃত্যু হয় ৭ গ্রামবাসীর। শহিদ হন একজন সেনা জওয়ান। পাশাপাশি মন শহরে আসাম রাইফেলসের ওপর আরো একটি হামলার ঘটনায় সেনাবাহিনীর গুলিতে ১ গ্রামবাসীর মৃত্যু হয়। সংসদে অমিত শাহ আরো বলেন, এক মাসের মধ্যেই গোটা ঘটনার তদন্ত রিপোর্ট পেশ করবে বিশেষ তদন্তকারী দল। তিনি বলেন, “ঘটনার প্রাথমিক অনুসন্ধানের জন্য ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব পর্যায়ের এক আধিকারিক কোহিমায় গিয়েছেন।”
আরও পড়ুন:Murder: সিঙ্গুরের পর চণ্ডীতলা, একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুনে অভিযুক্ত আত্মীয়রা
এদিকে সংসদের রীতিমতো সরব হয়ে উঠেছেন বিরোধী দলের সাংসদরা। গোটা ঘটনার হাইকোর্টের প্রধান বিচারপতির নজরদারিতে নিরপেক্ষ তদন্তের পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়েছে। পাশাপাশি অমিত শাহের বিবৃতির পর বিরোধী দলের সাংসদরা অভিযোগ করেন অমিত শাহ শুধুমাত্র শনিবারের ঘটনার কথা উল্লেখ করে গিয়েছেন তার বিবৃতিতে। এরপর সেখানকার বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি সরকারের তরফে। এর প্রতিবাদে সংসদ ওয়াকআউট করেন বিরোধি সাংসদরা।