এক হাতে মদের বোতল অন্য হাতে গ্লাস, ঠিক এমন রুপেই সোমবার সংসদের ধরা দিলেন দিল্লির বিজেপি(BJP) সাংসদ পারবেশ সাহিব সিং বর্মা(Parvesh Sahib Singh Verma)। সংসদের(Parlament) অভ্যন্তরে সেই খালি মদের বোতল তুলে ধরে দিল্লি সরকারের(Dilhi Govt) মদ নীতি নিয়ে প্রশ্ন তুললেন তিনি। পাশাপাশি তিনি বলেন, গোটা দিল্লিকে মদ্যপ করে তুলতে উঠেপড়ে লেগেছেন দিল্লির(Delhi) মুখ্যমন্ত্রী। নিজের আয় বাড়াতে দিল্লির ভবিষ্যৎ নষ্ট করছে দিল্লি সরকার। সংসদে তিনি দাবি করেন, বিহার(Bihar) ও গুজরাটের মত দিল্লিতেও পূর্ণ অথবা আংশিক ভাবে মদের ওপর নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন রয়েছে।
তথ্য তুলে ধরে দিল্লির বিজেপি সাংসদ বলেন, আজ থেকে দিল্লিতে নতুন ৮২৪ টি মদের দোকান খোলা হচ্ছে। মদ খাওয়ার জন্য বয়সের উর্ধ্বসীমা ২৫ থেকে কমিয়ে ২১ করে দেওয়া হয়েছে। মহিলাদের জন্য খোলা হচ্ছে পিঙ্ক বার। দিল্লি সরকার এই যোজনার মাধ্যমে মদের ঠেক থেকে ১০ হাজার কোটি টাকা এক্সাইজ ডিউটি তুলবে। তিনি আরো অভিযোগ করেন, আমাদের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যখন পাঞ্জাবে যান নির্বাচনী প্রচারে সেখানে বলেন নেশামুক্ত পাঞ্জাব গড়বেন। অথচ দিল্লিতে নিজেই মদ খাওয়ার জন্য ইন্ধন জোগাচ্ছেন।
.@ArvindKejriwal की शराब नीति से @BhagwantMann तो खुश होंगे मगर दिल्ली की जनता इस फैसले के ख़िलाफ खड़ी है।
दिल्ली के सभी युवाओं को नशे की लत लगाने वाली आम आदमी पार्टी सरकार की शराब नीति के खिलाफ आज लोकसभा में मुद्दा उठाया।https://t.co/afMyYU980y pic.twitter.com/jyybx7JCIo— Parvesh Sahib Singh (@p_sahibsingh) December 6, 2021
আরও পড়ুন:তৃণমূলের সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লিতে অভিষেক, শতাব্দীতে মালদহের পথে মমতা
এর জেরে গার্হস্থ্য হিংসার ঘটনাও দিল্লিতে ব্যাপক বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ তুলে বিজেপি সাংসদ বলেন, গতবছর দিল্লিতে ২০৪৭ টি গার্হস্থ্য হিংসা ঘটনা ঘটেছিল। এবার যেহেতু মদের ঠেকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ফলে কি হবে সেটা অনুমান করাই যায়।