১) ভারত-নিউজিল্যান্ড তৃতীয় দিনের শেষে কিউয়িদের রান ৫ উইকেটে ১৪০। ৪০০ রানে এগিয়ে বিরাট কোহলির দল। রবিবার ম্যাচের তৃতীয় দিনে ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে বড় রান তুললেন বিরাট কোহলিরা। ২৭৬ রান তুলে ডিক্লেয়ার দেয় ভারতীয় দল।
২) ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন । প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত নিয়েছেন ৩ উইকেট। আর এই তিন উইকেট নিতেই রেকর্ড গড়লেন তিনি। চলতি বছরে টেস্টে ৫০টি উইকেট হল অশ্বিনের।

৩) প্রয়াত বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার এলিন অ্যাশ । ১১০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রাক্তন মহিলা ক্রিকেটার। এদিন এক বিবৃতি এই খবর প্রকাশ করে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ১৯৩৭ সালে নর্দ্যাম্পটনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্টে অভিষেক হয়েছিল ইংল্যান্ডের এলিন অ্যাশের।

৪) আইএসএলে মুম্বই সিটি এফসির কাছে ১-৫ এর লজ্জাজনক হারের পর সোমবার পরবর্তী ম্যাচে নামছে এটিকে মোহনবাগান। সামনে জামশেদপুর এফসি। গত ম্যাচে লজ্জাজনক হার ভুলে জামশেদপুর এফসির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া আন্তোনিও হাবাস লোপেজ।

৫) বিশ্ব ট্যুর ফাইনালসের ফাইনালে হার পিভি সিন্ধুর। রবিবার দক্ষিণ কোরিয়ার আন সে ইয়ং-এর কাছে পরাজিত হলেন তিনি। ম্যাচের ফলাফল ১৬-২১, ১২-২১ ফলে। টানা তিন বার দক্ষিণ কোরিয়ার এই ব্যাডমিন্টন খেলোয়াড়ের কাছে হারলেন সিন্ধু।
আরও পড়ুন:Breakfast news:ব্রেকফাস্ট নিউজ











































































































































