R Ashwin: ভারত-নিউজল‍্যান্ড ম‍্যাচে অনন্য নজির গড়লেন অশ্বিন

0
1

ভারত-নিউজিল‍্যান্ড ( India-New Zealand ) ম‍্যাচে একের পর এক নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন (R Aswin)। দ্বিতীয় টেস্টের (2nd Test) তৃতীয় দিনেই চলতি বছরে টেস্টে ৫০টি উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। আর সোমবার আরও এক অনন‍্য নজির গড়লেন অশ্বিন। মুম্বই টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৮টি উইকেট নেওয়ার পরই নজির গড়েন অশ্বিন, যা অনিল কুম্বলে ছাড়া আর কারও নেই।

অশ্বিন দ্বিতীয় বোলার হিসেবে ভারতের মাটিতে টেস্টে ৩০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। এইক্ষেত্রে শীর্ষে রয়েছেন অনিল কুম্বলে।  ৩০০ গন্ডি পৌঁছাতে অশ্বিনের দরকার ছিল ৮টি উইকেট। মুম্বই টেস্টের চতুর্থ দিনে হেনরি নিকোলসকে আউট করা মাত্রই রেকর্ড বইয়ে নাম লিখিয়ে ফেলেন ভারতীয় এই স্পিনার। যদিও এইক্ষেত্রে এগিয়ে অনিল কুম্বলে। কুম্বলে ঘরের মাঠে নিয়েছেন মোট ৩৫০টি টেস্ট উইকেট।

আরও পড়ুন:Indian Team: টেস্টে বড় জয়ের রেকর্ড গড়ল ভারত, নিজেদের নিজেরাই ছাপিয়ে গেল বিরাট কোহলিরা