ফের আইএসএলের (Isl) হার এটিকে মোহনবাগানের ( atk Mohunbagan)। এদিন জামশেদপুর এফসি (Jamshedpur Fc) কাছে ২-১ হারল গোলে হারল হাবাসের দল।
ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাপায় জামশেদপুর এফসি। প্রীতম কোটাল, সুমিত রাঠি, আশুতোষ মেহতাকে ডিফেন্সে রেখে ৩-৪-২-১ ফর্মেশনেই দল নামিয়েছিলেন হাবাস। কিন্তু সোমবার বাগানের এই ডিফেন্সকে বারবার ভেঙে দেন জামশেদপুরের নেরিয়ুস ভাল্সকিস, অ্যালেক্স লিমারা। যার ফলে ম্যাচের ৩৭ মিনিটে গোল করে জামশেদপুরকে এগিয়ে দেন ডাঙ্গেল। এরপর আক্রমণে ঝাপালেও প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় হাবাসের দল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন করেন বাগান কোচ। এরই মধ্যে পাল্টা আক্রমণ চালায় জামশেদপুর এফসি। যার ফলে ৮৪ মিনিটে পরিবর্ত খেলোয়াড় আলেক্সের গোলে ২-০ এগিয়ে যায় জামশেদপুর এফসি। ম্যাচের ৮৯ গোল পায় মোহনবাগান। তবে গোল করার পরেই তা নিয়ে শুরু হয় বিতর্ক।
আরও পড়ুন:Sc EastBengal: গোয়াকে সমীহ লাল-হলুদ কোচ মানোলো দিয়াজের