৩ দিন পর ঝোপ থেকে মিলল Jaigaon-র নিখোঁজ ASI-এর দেহ

0
6

৩ দিন পর ঝোপ থেকে মিলল নিখোঁজ (Jaigaon) নিখোঁজ ASI-য়ের দেহ। রবিবার সকালে দলসিংপাড়া ১০ নম্বর এলাকা থেকে ওই আধিকারিকের মৃতদেহ উদ্ধার করা হয়। রাস্তার পাশে নালার ঝোপে দেহটি পড়ে থাকতে দেখা যায়।

মৃত এএসআই-এর নাম রতন কর (Ratan kar)। তাঁর বাড়ি কোচবিহারে (Coochbihar)। তবে তিনি (ASI) থাকতেন জয়গাঁ (Jaigaon) পুলিশ কোয়ার্টারেই। পোস্টিং ছিল ভারত-ভুটান সীমান্ত অঞ্চলের জয়গাঁ থানার দলসিংপাড়া ট্রাফিকে। গত বুধবার কোয়ার্টার থেকে দলসিংপাড়া ট্রাফিকে ডিউটি করতে বেরিয়েছিলেন তিনি। কিন্তু এরপর আর তাঁর কোনও খোঁজ ছিল না। শেষ পর্যন্ত বৃহস্পতিবার পুলিশ আধিকারিকের পরিবারের তরফে জয়গাঁ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। শুরু হয় তদন্ত। তার পর আজ তার দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন-সাংসদদের উদ্দেশে  অভিষেকের পেপ-টক নিয়ে জল্পনা তুঙ্গে

মৃত পুলিশ আধিকারিকের পরিবারে শোকের ছায়া নেমেছে। নিহত রতন করের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। স্ত্রী শ্বেতা কর ও বড় দাদা অজিত কর এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন। মুখ্যমন্ত্রী যাতে এই ঘটনার সঠিক তদন্তের নির্দেশ দেন, সেই আবেদন করেছেন পরিবারের সদস্যরা।

তবে এটি খুন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট (Post Mortem Report) পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তবে একটি নালায় এসআইয়ের দেহ পড়ে থাকায় স্বাভাবিকভাবে খুনের সন্দেহ এড়িয়ে যাওয়া যাচ্ছে না। তাঁকে ব্যক্তিগত কারণে খুন করা হয়েছে নাকি অন্য কারও টার্গেট ছিলেন তিনি তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ (Police)।