বুকে ব্যথা নিয়ে SSKM হাসপাতলে মুখ্যমন্ত্রীর ভাই গণেশ, দেখতে গেলেন মমতা

0
1

হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে(SSKM Hospital) ভর্তি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ভাই সুব্রত বন্দ্যোপাধ্যায়(Subrata Banerjee) ওরফে গণেশ। তাঁকে দেখতে রবিবার বিকেলে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী। এদিন হাসপাতালের গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে ভাইয়ের স্বাস্থ্যের বিস্তারিত খোঁজখবর নেন তিনি। তাঁর হঠাৎ অসুস্থতায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।

হাসপাতাল সূত্রের খবর, রবিবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন সুব্রত বন্দ্যোপাধ্যায়। এরপরই দ্রুত এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বর্তমানে হাসপাতালের কার্ডিওলজি শাখায় ভর্তি রয়েছেন তিনি। আইসিইউতে চিকিৎসা চলছে মুখ্যমন্ত্রীর ভাইয়ের। হাসপাতালে তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন চিকিৎসক সরোজ মন্ডল সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা। জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই বুকে ব্যথা হচ্ছিল সুব্রতর। রবিবার তা গুরুতর আকার ধারণ করে। এর পরই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। চিকিৎসকদের তরফে জানা গিয়েছে, সোমবার তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিশদে জানা যাবে।

আরও পড়ুন:৩ দিন পর ঝোপ থেকে মিলল Jaigaon-র নিখোঁজ ASI-এর দেহ

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওয়ার্ডের প্রার্থী হয়েছেন কাজরী বন্দ্যোপাধ্যায়। পরিবারের সদস্যা প্রার্থী হওয়ায় জোর কদমে প্রচারে নেমেছিলেন মুখ্যমন্ত্রীর ভাই সুব্রত বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে বৌদির সমর্থনে লাগাতার প্রচার করে গিয়েছেন তিনি। এরই মাঝে হঠাৎ তাঁর অসুস্থতার খবরের উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।