বাংলা পেল State Of The States Award

0
6

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শাসন ব্যবস্থায় সবচেয়ে উন্নত রাজ্য হল পশ্চিমবঙ্গ (West Bengal)। এই কারণে ইন্ডিয়া টুডে (India Today)-র তরফে এবার বাংলা পেল স্টেট অফ দ্যা স্টেটস অ্যাওয়ার্ড (State Of The States Award)। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)-এর টুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে এমনটাই জানানো হয়েছে।

 আরও পড়ুন: এবার নেপাল থেকে আমন্ত্রিত মমতা, আগামী সপ্তাহে যাবেন কাঠমান্ডু

তৃণমূল কংগ্রেসের পরিষেবার ডিজিটাইজেশন এবং বিপ্লবী পরিকল্পনা বাংলাকে বদলে দিয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের কল্যাণমূলক প্রকল্প রাজ্যের শাসনের চেহারা বদলে দিয়েছে।