Sourav Ganguly: টি-২০ বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

0
1

২০২১ টি-২০ বিশ্বকাপে ( T-20 World cup) হতাশ করেছে ভারতের ( India) পারফরম্যান্স। শনিবার একটি অনুষ্ঠানে এমনটাই জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট ( Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বললেন, গত চার-পাঁচ বছরে সব থেকে খারাপ ক্রিকেট খেলেছে ভারত।

এদিন একটি অনুষ্ঠানে টি-২০ বিশ্বকাপে ভারতের  পারফরম্যান্স নিয়ে সৌরভ বলেন, “আমি একটু হতাশ যেভাবে আমরা এই বিশ্বকাপ খেলেছে ভারত। আমার মনে হয় আমার দেখা শেষ চার-পাঁচ বছরে সব থেকে খারাপ খেলা হয়েছে। আমি জানি না কি কারণ, তবে আমার মনে হয়েছে আমরা এই বিশ্বকাপে সেই স্বাধীনতা নিয়ে খেলতে পারিনি। বড় টুর্নামেন্টে এমনটা হতেই পারে।  যখন আমি ওদের পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে দেখেছি, আমার মনে হয়েছে এই দলটা নিজেদের ক্ষমতার ১৫ শতাংশ খেলতেই পারছে না।”

আরও পড়ুন:Ajaz Patel: অনন‍্য নজির গড়ার পর কী বললেন আজাজ