Shooting Accident: রাজারহাটের শুটিং-জোনে মত্ত বাইকচালক, সাংঘাতিক পরিণতি প্রিয়াঙ্কা-অর্জুনের

0
3

শুটিং জোনে ঢুকে অভিনেতা-অভিনেত্রীদের ধাক্কা মত্ত বাইক চালকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। ওয়েব সিরিজে (Web Series) ‘মহাভারত মার্ডারে’র অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছিল রাজারহাটের (Rajarhat) আউল মোড়ে। ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) ও অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। অভিযোগ, শুটিং (Shooting) চলাকালীন এক মত্ত বাইক চালক প্রিয়াঙ্কাকে ধাক্কা মারেন। পায়ে গুরুতর চোট পান অভিনেত্রী। তাঁকে বাইপাসের (Bypass) ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পায়ের দুটি হাড় ভেঙে গিয়েছে। শনিবারই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। আহত হয়েছেন অভিনেতা অর্জুন চক্রবর্তীও। তবে তাঁর আঘাত খুব গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে খবর। অভিযুক্ত বাইক চালককে আটক করেছে নিউটাউন থানার পুলিশ।

আরও পড়ুন: Jawad: ফুঁসছে জওয়াদ, জেলায় জেলায় সতর্কতা জারি