Shivsena: ‘বাঘিনীর মতো’ লড়েছেন: ফের ‘সামনা’য় প্রশংসা মমতার

0
1

আগেও তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) ‘বাঘিনী’ বলে সম্বোধন করা হয়েছিল শিবসেনা (Shivsena) মুখপত্র ‘সামনা’য়। এবারও সেখানে লেখা হল, বাংলায় ‘বাঘিনীর মতো’ লড়েছেন মমতা। এজন্য তাঁর প্রশংসা প্রাপ্য বলেও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে সবাইকে নিয়ে লড়ার কথা বলা হয়েছে। বলা হয়েছে, কংগ্রেসকে (Congress) নিয়েও চলার কথা। এ প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের মন্তব্য, কংগ্রেসকে কোনভাবেই ব্রাত্য করার পরিকল্পনা নেই দলের। কিন্তু যেভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই সংগঠিত করা উচিত ছিল সেটা করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। ময়দানে নেমে সোজাসুজি মোদি সরকারের বিরুদ্ধে, অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে নেই শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল। এক্ষেত্রে গেরুয়া শিবিরকে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ করে দিতে পারে না তৃণমূল (Tmc)। সেই কারণেই এগিয়ে এসে তারাই এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে চাইছে।

মুম্বই সফরের প্রথমদিনই শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhab Thakre) পুত্র আদিত্যের সঙ্গে দেখা করেন তৃণমূল সুপ্রিমো। সঙ্গে ছিলেন শিবসেনার রাজ্যসভা সাংসদ ও ‘সামনা’-র সম্পাদক সঞ্জয় রাউত (Sanjay Raut)। সফরের দ্বিতীয় দিনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারের (Sharad) সঙ্গে বৈঠক করেন মমতা। সব মহলেই বিজেপি বিরোধী ঐক্যের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই পাল্লা ভারী হয়েছে। নাগরিক সমাজের পক্ষ থেকে তো এক প্রকার ঘোষণাই করে দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বিরোধী নেত্রী হিসেবে দেখতে চায়। একসময় শিবসেনার জোট সঙ্গী ছিল বিজেপি। মহারাষ্ট্রে দীর্ঘদিন জোট বেঁধে সরকারও চালিয়েছে তারা। দুটোই দক্ষিণপন্থী-হিন্দুত্ববাদী দল। কিন্তু বিজেপির উগ্র হিন্দুত্ববাদ, সংকীর্ণ ধর্মীয় রাজনীতির ফলে তাদের থেকে সরে এসেছে উদ্ধব ঠাকরের দল। বরং কংগ্রেস, এসিপি-র মতো দলের সঙ্গেই গাটছড়া বেঁধেছে। সর্বভারতীয় ক্ষেত্রে প্রকৃত কংগ্রেসের ভূমিকা পালন করছে তৃণমূলই। এই পরিস্থিতিতে সামলায় তৃণমূল নেত্রীর প্রশংসা শিবসেনার মনোভাব প্রকাশ কারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:KMC 28: “হাত বাড়ালেই বন্ধু”, অয়নের সমর্থনে প্রচারে ঝড় তুললেন শতাব্দী-কুণাল