Omicron:ওমিক্রন রুখতে তৎপর বাংলা, নয়া স্ট্রেনের খোঁজ মিললেই ঠাঁই হবে বেলেঘাটা আইডিতে

0
1

করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। ভারতেও ঢুকে পড়েছে এই নয়া স্ট্রেন। যদিও বাংলায় এখনও ওমিক্রন হানার খবর মেলেনি। তবে কোনওভাবে বাংলাতেও যদি থাবা বসায় এই সংক্রমণ, তবে তা নিয়ে কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার। তাই আগেভাগেই শুক্রবার স্বাস্থ্য দফতর, পুলিশ-প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। স্বাস্থ্য-প্রশাসন সূত্রের খবর, প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যে আসা কেউ ওমিক্রনে আক্রান্ত বলে সন্দেহ হলে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশনে রাখা হবে।

আরও পড়ুন:Omicron: ভারতে আসা দক্ষিণ আফ্রিকার ১০ নাগরিক ‘নিখোঁজ’, উদ্বিগ্ন প্রশাসন

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, সন্দেহভাজন ওমিক্রন আক্রান্তদের একটি নির্দিষ্ট ওয়ার্ডে আলাদা করে রেখে তাঁদের লালারসের নমুনা পাঠানো হবে জিনোম সিকোয়েন্সের জন্য। সিঙ্গাপুর ও ইংল্যান্ড থেকে আসা যাত্রীদের প্রথমে বিমানবন্দরেই আরটিপিসিআর পরীক্ষা করা হবে। তাতে কারও রিপোর্ট পজিটিভ হলে তা জিনোম সিকোয়েন্সের জন্য নমুনা যাবে কল্যাণীতে। তবে সংক্রমিত ব্যক্তিকে ওমিক্রনে আক্রান্ত সন্দেহের তালিকায় রেখে পাঠানো হবে বেলেঘাটায়।

এছাড়াও বিমানবন্দরে আরটিপিসিআর পরীক্ষায় যাঁদের রিপোর্ট নেগেটিভ আসবে, তাঁদের বাড়িতে সাত দিন আইসোলেশনে থাকতে হবে। আট দিনের মাথায় ফের করোনা পরীক্ষা করা হবে। পুরো বিষয়টি রাজ্যের বাস্থ্য দফতরের পর্যবেক্ষণে থাকবে।