Ind-New: ভারতের বিরুদ্ধে ৬২ রানে ইনিংস শেষ নিউজিল্যান্ডের, দিনের শেষে ৩৩২ রানে এগিয়ে কোহলিরা

0
1

ভারত-নিউজিল‍্যান্ড( India-New Zealand) দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৬২ রানে অলআউট নিউজিল্যান্ড( New Zealand)। দিনের শেষে ৩৩২ রানে এগিয়ে বিরাট কোহলিরা (Virat kohli)। শনিবার ভারত-নিউজিল‍্যান্ড দ্বিতীয় টেস্টে একের পর এক চমক রইল দ্বিতীয় দিনে। ভারতীয় বোলারদের দাপটে ৬২ রানে শেষ কিউয়িদের ইনিংস। আজাজ প‍্যাটেলের দুরন্ত বোলিং-এ ৩২৫ রানে ইনিংস শেষ করে টিম ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন দ্বিতীয় দিনের শুরু থেকেই উইকেট পড়তে থাকে ভারতের। ১৫০ রানে আউট হন মায়াঙ্ক আগারওয়াল। ২৭ রান করেন ঋদ্ধিমান সাহা। শূন‍্য রান করেন আর অশ্বিন। ৫২ রান করেন অক্ষর প‍্যাটেল। ১২ রান জয়ন্ত যাদব। নিউজিল্যান্ডের হয়ে ১০টি উইকেটই নেন কিউয়ি স্পিনার আজাজ। জিম লেকার ও অনিল কুম্বলের পরে এই কৃতিত্ব করলেন তিনি। ৩২৫ রানে অলআউট হয়ে যায় ভারত।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ৬২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। কিউয়িদের হয়ে সর্বোচ্চ রান জেমিসনের। মাত্র ১৭ রান করেন তিনি। ১০ রান করেন লাথাম। ভারতের হয়ে ৪ উইকেট নেন আর অশ্বিন। ৩ উইকেট নেন মহম্মদ সিরাজ। ২ টি উইকেট নেন অক্ষর প‍্যাটেল। একটি উইকেট নেন জয়ন্ত যাদব।

ফলো-অন না করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ব‍্যাট করতে নেমে শুরুটা ভালো শুরু করে ভারতের দুই ওপেনার। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান সংখ‍্যা ৬৯। ক্রিজে রয়েছেন মায়াঙ্ক এবং চেতেশ্বর পুজারা। ৩৮ রান করেন মায়াঙ্ক। ২৯ রান করেন পুজারা।

আরও পড়ুন:Sourav Ganguly: টি-২০ বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়