“জাদুঘরে সিপিএম”, শূন্যে নেমে আসা বামেদের তীব্র কটাক্ষ তৃণমূল মুখপত্রে

0
1

কংগ্রেসের(Congress) পর এবার জাগো বাংলার(JagoBangla) সম্পাদকীয়তে সিপিআইএমকে(CPIM) তুলোধোনা করল তৃণমূল। রাজ্য নির্বাচনে শূন্যে নেমে আসা সিপিএমকে রীতিমতো কটাক্ষ করে লেখা হলো জাদুঘরেই নিজেদের নাম খোদাই করে রাখার জন্য চ্যালেঞ্জ নিয়েছে রাজ্যের বামেরা।

রাজ্য বিধানসভা নির্বাচনে জোট বেঁধে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বাম। স্বাধীনতার পর এই প্রথম বিধানসভায় বামেদের কোনও বিধায়ক নেই, লোকসভা থেকে রাজ্য বিধানসভা সবজায়গাতেই তাদের অস্তিত্ব কার্যত শূন্য। লাগাতার অধঃপতনের দিকে যাওয়া রাজ্য বাম শিবিরকে রীতিমতো কটাক্ষ করে শনিবার জাগো বাংলার সম্পাদকীয়তে লেখা হল, “কলকাতার ধর্মতলা চত্বরে প্রায় শতাব্দীপ্রাচীন বহু বাড়ি রয়েছে। তার মধ্যে একটি সাদা বাড়ি, যাকে কলকাতার মানুষ জাদুঘর হিসেবেই জানেন। সেই জাদুঘরেই নিজেদের নাম খোদাই করে রাখার জন্য চ্যালেঞ্জ নিয়েছে রাজ্যের বামেরা। ২৩৬ থেকে এখন তারা আক্ষরিক অর্থেই শূন্য। বিধানসভায় শূন্য। লোকসভায় শূন্য। কলকাতা পুরসভা নির্বাচন শেষ হলে সেখানেও বিগ জিরো নিশ্চিত। পঞ্চায়েতেও ঘটনার পুনরাবৃত্তি।”

আরও পড়ুন:TMC Meeting: জোর করে ভোট নয়: পুর-বৈঠকে কড়া নির্দেশ অভিষেকের, বাড়ি বাড়ি প্রচারে জোর

এর পাশাপাশি সিপিএমের জোট সিদ্ধান্তকে কটাক্ষ করে জাগো বাংলায় লেখা হয়েছে, “কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভরাডুবির পরেও সিপিএম নেতাদের চেতনার এতটুকুও পরিবর্তন হয়নি। শরিকদের হুমকি উপেক্ষা করে কংগ্রেসের জন্য বেসরকারি ভাবে আসন ছেড়ে নিজেদের জেদ বজায় রেখেছে। জেদের রেজাল্ট আলিমুদ্দিনও জানে, জানে বিধানভবনও।”