ডিসেম্বরের শুরুতেই দুর্যোগের মুখে বাংলা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। শনিবারই উত্তর অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশপাশি ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা। ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় তাই আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে রেল। যাত্রী সুরক্ষার্থে আজ থেকেই আপ-ডাউন মিলিয়ে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:Jawad:জাওয়াদের দোসর ভরা কোটাল, প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা
ইস্ট-কোস্ট রেলওয়ের তরফে জানানো হয়েছে, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় শক্তি সঞ্চয় করে ক্রমশ ওড়িশার দিকে এগোচ্ছে ‘জাওয়াদ’। বাংলাতেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে-
- ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস
- ২২৮৮৩ পুরী-যশবন্তপুর গরিব রথ এক্সপ্রেস
- ১২২৪৫ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস
- ২২৮১৭ হাওড়া-মাইসুরু এক্সপ্রেস
- ২২৮০৭ সাঁতরাগাছি-চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস
- ২২৮৭৩ দিঘা-বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস
- ১২৮৬৩ হাওড়া-যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস
- ১২৮৩৯ হাওড়া-চেন্নাই মেল
- ২২৬০৫ পুরুলিয়া-ভিল্লুপুরম
- ১৮০৪৫ হাওড়া-হায়দরাবাদ
- ১২৮৪১ হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস
- ১৮৪৭৮ কলিঙ্গ উৎকল এক্সপ্রেস
- ১৮৪০৯ হাওড়া-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস
- ২২২০১ শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস
- ১২৮৯৫ শালিমার-পুরী সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস
- ১২৮০২ নয়াদিল্লি-পুরী পুরুষোত্তম এক্সপ্রেস
- ১৮৪৫১ হাতিয়া-পুরী তপস্বীনী এক্সপ্রেস
- ১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস
- ১৫৬৪৪ কামাখ্যা-পুরী এক্সপ্রেস
- ১২৮২১ হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস
- ১২৮৭৬ আনন্দ বিহার-পুরী নীলাঞ্চল এক্সপ্রেস
- ১৮১০৫ রৌরকেল্লা-পুরী এক্সপ্রেস
- ২২৬৪৪ পাটনা-এর্নাকুলাম সুপারফাস্ট এক্সপ্রেস
- ১২৫০৮ শিলচর-তিরবন্তপুরম আরোনাই এক্সপ্রেস
- ১৩৩৫১ ধানবাদ-আলপুঞ্জা এক্সপ্রেস
- ১২৮৯৯ টাটা-যশবন্তপুর এক্সপ্রেস
- ১৮৬৩৭ হাতিয়া-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট এক্সপ্রেস
রবিবার দুপুর নাগাদ ওড়িশার উপকূলে তার আছড়ে পড়ার কথা। দিঘা, মন্দারমণি-সহ পূর্ব মেদিনীপুরের উপকূলের এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। তবে এখনও পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। প্রবল বেগে না হলেও হাওয়ার বেগ রয়েছে বেশি। তবে সতর্কতা হিসাবে দিঘার উপকূলে চলছে টহলদারি।