শুক্রবার থেকে শুরু হয়েগিয়েছে ভারত-নিউজিল্যান্ড (India-New Zealand) দ্বিতীয় টেস্ট ( 2nd Test) ম্যাচ। আর এই ম্যাচেই এক লজ্জার রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ( Virat kohli)। যা হয়ত কখনই করতে চাননি স্বয়ং কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হতেই এক নজির গড়লেন তিনি। টেস্ট অধিনায়ক হিসেবে ১০ বার শূন্য রানে আউট হলেন কোহলি। কোহলির ১০টি শূন্যের মধ্যে ছ’টিই দেশের মাটিতে। ভারতের আর কোনও অধিনায়কের টেস্টে এত বার শূন্য রানে আউট হওয়ার নজির নেই। এক্ষেত্রে দেশের মাটিতে শূন্য রানে আউট হওয়ার নিরিখেও সবাইকে টপকে গিয়েছেন ভারত অধিনায়ক।
ভারত অধিনায়কদের মধ্যে কোহলির পরেই রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মনসুর আলি খান পাতৌদি। তিনি পাঁচ বার শূন্য রানে আউট হয়েছেন। আর হয়েছেন পাঁচ বারই দেশের মাটিতে। এদিন মুম্বইতে কোহলি আউট হতেই পাতৌদিকে টপকে গেলেন কোহলি। মহেন্দ্র সিং ধোনি ও কপিল দেব অধিনায়ক হিসেবে টেস্টে তিন বার শূন্য রানে আউট হয়েছেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ে প্রথম ইনিংসে শূন্য রান করে আউট হন কোহলি। যদিও আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে পারেননি তিনি। মাঠের মধ্যেই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান ভারত অধিনায়ক।













































































































































