India-New Zealand: দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ৪ উইকেট হারিয়ে ২২১, শতরান মায়ঙ্কের

0
1

ভারত-নিউজিল‍্যান্ড ( India-New Zealand) দ্বিতীয় টেস্ট ম‍্যাচের প্রথম দিনের শেষে ভারতের (India) রান সংখ‍্যা ৪ উইকেট হারিয়ে ২২১। ভারতের হয়ে শতরান মায়ঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal)। ১২০ রানে অপরাজিত তিনি।

গত কয়েক দিনে বৃষ্টির কারণে মাঠ ভিজে থাকায় এদিন বেশ কিছুটা দেরিতে শুরু হয় খেলা। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ব‍্যাট করতে নেমে শুরুটা ভালই করেন দুই ওপেনার শুভমান গিল এবং মায়াঙ্ক আগরওয়াল। ৪৪ রানে আউট হন শুভমান গিল। ১২০ রানে অপরাজিত মায়াঙ্ক আগরওয়াল। তবে দলের মিডল এদিনও হতাশ করল আরও একবার।মাত্র শূন‍্য রানে আউট হন চেতেশ্বর পুজার এবং বিরাট কোহলি। ১৮ রানে আউট হন শ্রেয়স আইয়র। ২৫ রানে অপরাজিত ঋদ্ধিমান সাহা। নিউজিল্যান্ডের হয়ে চার উইকেট আজজ প‍্যাটেলের।

আরও পড়ুন:Virat Kohli: শূন্য রানের রেকর্ড গড়লেন কোহলি