ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, জাওয়াদ। ঘূর্ণিঝড়ের জেরে সপ্তাহের শেষে বৃষ্টিপাতের ভ্রুকুটি। আবহাওয়া দফতরের থেকে আগাম সতর্কবার্তা পেয়ে এদিন বিদ্যুৎ ভবনে একটি বৈঠক করেন মাননীয় বিদ্যুৎমন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে উপস্থিত ছিলেন সি.এম.ডি-ডাব্লু.বি.এস.ই.ডি.সি.এল শ্রী শান্তনু বোস (Santanu Bose)। এদিনের বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলায় বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের প্রস্তুত থাকার নির্দেশ দেন মাননীয় মন্ত্রী।
এদিন সাংবাদিক বৈঠকে তিনি জানান, শনিবার ৪ঠা ডিসেম্বর সকাল ৮টা থেকে মঙ্গলবার পর্যন্ত বিদ্যুৎ ভবনে একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমে খোলা হচ্ছে। কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর দুটি হল 8900793503 ও 8900793504।

এছাড়াও যেসব ঘূর্ণিঝড় মোকাবিলায় যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলি হল –
- বিদ্যুৎ ভবনে কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন ডিরেক্টর ডিস্ট্রিবিউশন ও চিফ ইঞ্জিনিয়ার ডিস্ট্রিবিউশন।
- প্রত্যেকটি ব্লকে এবং জেলায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বিদ্যুৎ দপ্তর রিজিওনাল ম্যানেজাররা সমন্বয় সাধন করবেন।
- কোনও জায়গায় জল জমে থাকলে সেখানে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ চালু করার অনুমতি দেওয়া হচ্ছে, ততক্ষণ বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে।

- পোল,কন্ডাক্টর কেবল এবং ট্রান্সফর্মার পর্যাপ্ত পরিমাণে মজুত রাখা হবে।
- উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি,পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম,নদীয়া ও পূর্ব বর্ধমানে ব্লক ভিত্তিক গ্যাং থাকবে। সংশ্লিষ্ট জেলাশাসক,এসডিও ও বিডিওদের কাছে প্রত্যেকটি গ্যাং লিডার ও কর্মীদের নাম ফোন নম্বর পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
- কলকাতা পুরসভার ১ থেকে ৮৮ নম্বর ওয়ার্ডে আন্ডারগ্রাউন্ড কেবল থাকায় সেখানে থানাভিত্তিক গ্যাং মজুত রাখা হবে। ৮১ ও ৮৯ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড ভিত্তিক গ্যাং রাখা হবে। যাদের নাম ও ফোন নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটরদের জানিয়ে দেওয়া হবে।
- বজবজ,মহেশতলা,হাওড় ও উত্তর ২৪ পরগনায়র সিইএসসির অধীনস্থ অঞ্চলগুলির প্রতিটি থানায় গ্যাং রাখা হবে।
- এছাড়াও সিইএসসির কন্ট্রোল রুমের নম্বর গুলি হল- 9831079666 ও 9831083700।
আরও পড়ুন- Rahul Gandhi:’কৃষকদের দাবি না মানা পর্যন্ত ক্ষমাপ্রার্থনা অসম্পূর্ণ’, মোদিকে তোপ রাহুলের




































































































































