পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতে যেতে পারে বিজেপি

0
1

কলকাতা পুরসভা নির্বাচনে(municipality Election) প্রয়োজন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর(Central force) বৃহস্পতিবারই এমনটা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। রাজ্যপালের দাবির পর এবার বিজেপির(BJP) তরফে জোরালো দাবি তোলা হলো কেন্দ্রীয় বাহিনীর। এমনকি এ বিষয়ে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

বৃহস্পতিবার বিকেলে বিজেপির তিন সদস্যের প্রতিনিধিদল রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে যান। এই দলে ছিলেন শিশির বাজোরিয়া, অর্জুন সিং এবং অগ্নিমিত্রা পল। পুরভোট উপলক্ষে নির্বাচন আধিকারিককে একাধিক দাবি-দাওয়া তুলে ধরা হয় তাদের তরফে। এখানে মুখ্য দাবি ছিল কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে করাতে হবে পুরসভা নির্বাচন। এ প্রসঙ্গে অর্জুন সিং জানান, রাজ্যপাল জগদীপ ধনকড় কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করেছেন। যদিও তাঁর দাবি শোনা হবে কিনা জানা নেই। তবে আমরা বা চিন্তা-ভাবনা করছি নির্বাচন কমিশন যদি কেন্দ্রীয় বাহিনীর দাবি না মানে সে ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হওয়ার। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি। যদিও বিজেপির গণতান্ত্রিকতা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। উদাহরণ হিসেবে তৃণমূলের তরফে জানানো হয়েছে ত্রিপুরার ভয়াবহ হিংসার কথা। বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের দাবি নির্বাচন রাজ্য পুলিশেই হোক বা কেন্দ্রীয় বাহিনীতে জিতবে তৃণমূল। নির্বাচনের আগে প্রতিবারই বিজেপি তরফে নানান ধরনের নাটকের মঞ্চ তৈরি করা হয় এটা তারই একটা অঙ্গ।