Vaccine: পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় গিয়ে ভ্যাকসিন নেওয়ার আবেদন বিডিও-র

0
1

পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় গিয়ে ভ্যাকসিন নেওয়ার আবেদন বিডিও-র। গাড়ি থামিয়ে পাঁয়ে হেঁটে পাড়ায় পাড়ায় গিয়ে জনগনকে ভ্যাকসিন নেওয়ার আবেদন জানালেন সয়ং বিডিও। শুক্রবার মেটেলির বিডিও বিপ্লব বিশ্বাসকে চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি বস্তি এলাকায় পাঁয়ে হেঁটে পাড়ায় পাড়ায় ঘুরতে দেখা গেল।মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনগণকে ভ্যাকসিন নেওয়ার আবেদন জানান তিনি। পাশাপাশি জনগণ ঠিকঠাক রেশন পাচ্ছে কি না, রেশন কার্ডের সাথে আধার যুক্ত আছে কি না সহ সরকারি সুযোগ সুবিধা তারা ঠিকঠাক পাচ্ছে কি না সে বিষয়েও খোঁজখবর নেন। মঙ্গলবাড়ি এলাকায় দুয়ারে রেশন প্রদানের জায়গায় গিয়েও পরিদর্শন করেন তিনি। বি ডি ও বিপ্লব বিশ্বাস জানান, প্রতিটি মানুষ যাতে ভ্যাকসিন নেয় তার জন্যই এদিন পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে বলা হয়। যারা এখনো ভ্যাকসিন নেন নি তাদের ভ্যাকসিন নেওয়ার আবেদন জানান বিডিও। এদিনের এই পরিদর্শনে বিডিও-র সাথে ছিলেন ব্লক মৎস আধিকারিক জয়দীপ মহিনতামনি।

আরও পড়ুন- Ashok Bhattacharya: পুরনির্বাচনে আর লড়বেন না পোড়খাওয়া রাজনীতিবিদ অশোক ভট্টাচার্য