ত্রিপুরার(Tripura) সাফল্যের পর পাখির চোখ এখন গোয়া(Goa)। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ফেব্রুয়ারি মাসে এই রাজ্যে নির্বাচন। এখন থেকেই সেখানে জোরদার প্রচার ও সাংগঠনিক কাজ শুরু করে দিতে চায় তৃণমূল। আর সেই লক্ষ্যেই আগামী ১৩ ডিসেম্বর গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(MamataBanerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। দলীয় সংগঠনের পাশাপাশি এই গোয়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প জোটের যাত্রা শুরু হতে চলেছে বলেও মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই গোয়ায় জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ যার মুখ্য ভূমিকায় রয়েছেন লিয়েন্ডার পেজ৷ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দলের সর্বভারতীয় সহসভাপতি লুই জিনহো ফালেরিওকে রাজ্যসভার সাংসদ করে গোয়াবাসীকে পজিটিভ বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো৷ এর আগে গোয়া সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, গোয়া চালাবেন গোয়ার মানুষ৷ সেখানকার পর্যটন, অর্থনীতি, খাদান, মৎস্যজীবীদের সমস্যা সহ একাধিক বিষয় রয়েছে যা গোয়ার বিজেপি সরকার কখনওই গুরুত্ব দেয়নি৷ এই বিষয়গুলিকেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশি গুরুত্ব দিচ্ছেন৷ সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন৷ একইসঙ্গে নজর রয়েছে বেকার যুবকদের কর্মসংস্থানের দিকেও৷












































































































































