Omicron: ভারতে আসা দক্ষিণ আফ্রিকার ১০ নাগরিক ‘নিখোঁজ’, উদ্বিগ্ন প্রশাসন

0
1

করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন (Omicron) আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে ভারতে। বেঙ্গালুরুর দুজনের শরীরে এই নতুন প্রজাতির ভাইরাসের (Virus) হদিশ পাওয়া গিয়েছে। কিন্তু তারপরেই আরেক আশঙ্কার খবর, ১২ থেকে ২২ নভেম্বরের মধ্যে ১০ জন দক্ষিণ আফ্রিকার নাগরিক বেঙ্গালুরু এসেছিলেন। কিন্তু তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ফলে উদ্বেগ বাড়ছে কর্নাটকে (Karnataka)।

বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, কর্নাটকে দু’জনের দেহে ওমিক্রনে হদিশ মিলেছে। আক্রান্তদের মধ্যে এক জন পুরুষ, এক জন মহিলা। কারা এই দুজনের সংস্পর্শে এসেছিলেন? সেই খোঁজ চালাতে গিয়ে দেখা যায়, ১০ দক্ষিণ আফ্রিকার নাগরিক ‘নিখোঁজ’। বিমানবন্দরে যে ঠিকানা দিয়েছিলেন সেটা ভুয়ো বলে পুলিশ সূত্রে খবর। এমনকী বন্ধ তাঁদের মোবাইল ফোনও।

কর্নাটকের স্বাস্থ্য দফতর ইতিমধ্যে এই ব্যক্তিদের খোঁজ করতে পুলিশ সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যে বিমানবন্দরে ওমিক্রন সংক্রান্ত কঠোর ব্যবস্থা ২২ নভেম্বর থেকে শুরু হয়েছিল, এই দশজন ব্যক্তি তার আগেই বেঙ্গালুরুতে পৌঁছেছিলেন। যদিও এই বিষয়ে তাঁর কাছে বিস্তারিত কোনও তথ্য নেই বলে জানিয়েছেন প্রধান কমিশনার গৌরব গুপ্ত।

এদিকে বেঙ্গালুরু যে দুজনের দেহে ওমিক্রন সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে, তাঁদের সংস্পর্শে আসা চারজন করোনা আক্রান্ত। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। রাজস্থানের এক পরিবারের 5 জন করোনা আক্রান্ত। তাঁদের ভেরিয়েন্ট নিয়ে সন্দেহ থাকায় তাঁদের আলাদা রাখা হয়েছে।

আরও পড়ুন- Madan Mitra: ‘কবি তর্পণে মদন মিত্র’, জন্মদিনে রবীন্দ্রসঙ্গীতের প্রথম অ্যালবাম প্রকাশ মদন মিত্রের