বানতলায় নির্মীয়মাণ বহুতলে উদ্ধার হওয়া তরুণীর দেহ ঘিরে রহস্য বাড়ছে

0
3

বানতলায় (Bantala) আইটি হাবের ঢিল ছোঁড়া দূরত্বে তৈরি হচ্ছে একটি বহুতল। ওই নির্মীয়মাণ বহুতলে সাধারণত মিস্ত্রি ছাড়া কারও যাতায়াত নেই। বৃহস্পতিবার সেখানেই মিলল এক তরুণীর দেহ।

লেদার কমপ্লেক্স থানার পুলিশ জানিয়েছে, তরুণীর গলায় শ্বাসরোধের চিহ্ন মিলেছে। পুলিশের প্রাথমিক অনুমান,তাঁকে গলা টিপে খুন করা হতে পারে। যদিও ধর্ষণ করে তাঁকে খুন করা হয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
দেহ উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । দোতলায় একটি ঘরে তরুণীর দেহটি পড়েছিল ।

আরও পড়ুন- KMC 123: শোভন অনাথ করেছেন, ওয়ার্ডে অভিভাবকের ভূমিকা সামলেছেন সুদীপ
এছাড়া তাঁর শরীরের একাধিক জায়গায় মিলেছে নখের আঁচড়ের দাগ। এমনকি তরুণীর পোশাকও এলোমেলো ছিল।
তরুণীকে কি ওই বহুতলেই খুন করা হয়েছে নাকি অন্যত্র খুনের পর প্রমাণ লোপাটে তাঁর দেহ বহুতলে লুকিয়ে রাখা হয়েছিল সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।  তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ কুকুর দিয়েও তল্লাশি চালানো হয়। এখনও পর্যন্ত কোনও সঠিক সূত্র মেলেনি।