কলকাতা পুরভোটে ৬৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী পরিবর্তন করল তৃণমূল। ওই ওয়ার্ডে পুরনো প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়ই ফের প্রার্থী হলেন। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) দলের এই সিদ্ধান্তের কথা জানান। বলেন, “আমরা তো তালিকা প্রকাশ করার পরেও প্রার্থী বদল করেছি। এটা নতুন কিছু নয়।”

পার্থ চট্টোপাধ্যায় বলেন, সুদর্শনা তো আগেও এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদর্শনা মুখোপাধ্যায় (Sudarshana Mukherjee) বলেন, “দলের নির্দেশেই আমি মনোনয়নপত্র জমা দিলাম। আমি দলের সৈনিক। দলের নির্দেশেই কাজ করছি। আগামীতেও করব।” মনোনয়ন জমা দেওয়ার পরেই সুদর্শনা প্রচারে নেমে পড়েন। ওই ওয়ার্ডেই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়।
আরও পড়ুন- WB Municipal Election: রাজ্যের বাকি পুরভোট কবে? কমিশনকে লিখিতভাবে জানানোর নির্দেশ হাইকোর্টের



































































































































