Indian Cricket: পিছিয়ে গেল দল নির্বাচন, স্থগিত হয়ে যেতে পারে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরও: সূত্র

0
2

ইতিমধ্যেই করোনার (Corona) নতুন রুপ ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়ছে। আর এর বড় আকার ধারণ করেছে দক্ষিণ আফ্রিকায় ( South Africa) । এই পরিস্থিতিতে চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং চারটি টি-২০ ম্যাচ খেলার কথা ভারতের (India)। কিন্তু খবর যা তাতে দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত হয়ে যেতে পারে। এমনকী পিছিয়ে গিয়েছে দল নির্বাচনী বৈঠকও। এমনটাই খবর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের।

সেই সর্বভারতীয় সংবাদমাধ‍্যমের খবর অনুযায়ী ক্রিকেটাররাই না কি এই সফরের ব্যাপারে আপত্তি জানিয়েছেন। এমনিতেই চলছে পরপর ক্রিকেট। তার উপর যাবতীয় খেলা হচ্ছে বায়ো বাবলের মধ‍্যে। এই অবস্থায় ১৭ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারি এক মাসেরও বেশি সময় ধরে কোহলিরা তিনটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও চারটি টি-২০ ম্যাচ খেলতে চাইছেন না।

আরও পড়ুন:ICC Ranking: আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিং-এ ষষ্ঠ স্থানে বিরাট, বোলারদের তালিকায় দ্বিতীয়তে অশ্বিন