হিন্দি তাঁর সিলেবাসের লক্ষ লক্ষ মাইলের আশপাশে পড়ে না। অথচ হিন্দি গানে নিখুঁত ঠোঁট মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় তুলেছেন তানজানিয়ার কনটেন্ট ক্রিয়েটর কিলি পল (Killi Paul)। কখনও বোনের সঙ্গে জুটি বেঁধে “রাতাঁ লাম্বিয়াঁ”য় লিপ-সিঙ্ক, আবার কখনও ‘জালিমা’র সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিও করে তা পোস্ট করেছেন নিজের ইনস্টা প্রোফাইলে। ইতিমধ্যেই ভাইরাল সব ভিডিও।
প্রথমে সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা আদবানি (Kiara Advani) অভিনীত শেরশাহের (Shershaah) গান ‘রাতাঁ লম্বিয়াঁ’ গানে লিপ সিঙ্ক করেন কিলি। সঙ্গে তাঁর বোন। তানজানিয়ার তরুণ এই ভাইবোনের লিপ-সিঙ্কের ভিডিও ভাইরাল হয়। তারপরে শাহরুখ খান (Shah Rukh Khan) ও মাহিরা খান (Mahira Khan) অভিনীত ‘রইসে’র (Raees) গান ‘জালিমা’র সঙ্গে ঠোঁট মেলান কিলি পল। এই ভিডিওটির ভিউ প্রায় ২ লক্ষ ২১ হাজার ছাড়িয়েছে।

হিন্দি না জানা এক তরুণের এতো ভালো লিপ-সিঙ্ক মন ছুঁয়েছে নেটিজেনদের। শুধু তাই নয়, স্বয়ং অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ইনস্টাগ্রাম প্রোফাইলের স্টোরিতে কিলির প্রথম ভিডিওটি পোস্ট করেন। তাতে আপ্লুত তানজানিয়ার এই তরুণ। এজন্য সিদ্ধার্থকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি। লিপ-সিঙ্কই নয়, কিলি পল অভিব্যক্তিও মন ছুঁয়ে গিয়েছে ভিউয়ারসদের। তাঁর ভিডিও পছন্দ করা এবং শেয়ার করার জন্য ভারতের নাগরিকদের অকুণ্ঠ ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়েছেন কিলি।
আরও পড়ুন:নোদাখালিতে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩














































































































































