বাদল অধিবেশনের গোলমালের জেরে সংসদের (Parliament) শীতকালীন অধিবেশনে বহিষ্কার করা হয়েছে রাজ্যসভার 12 জন সংসদকে। এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল বিরোধীরা। ঘোষিত সূচি অনুযায়ী, বুধবার সকাল থেকে সংসদে গান্ধীমূর্তির সামনে ধর্নায় বসেছেন সংসদের সাসপেন্ডেড (Suspended) সাংসদরা। প্রথমে সেই বিক্ষোভে বহিষ্কৃত সাংসদরা ছাড়াও শামিল হন বিরোধীদলের সাংসদরাও।
ধর্না মঞ্চ থেকে কেন্দ্রের মোদি সরকারের তানাসাহির বিরুদ্ধে স্লোগান তোলেন তৃণমূল (Tmc) সাংসদ দোলা সেন (Dola Sen)। গলা মেলান বাকিরাও। এই বহিষ্কারের বিরুদ্ধে সংসদের অধিবেশন আওয়াজ তুলছেন বিরোধীরা। এদিন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হট্টগোলের জেরে কিছুক্ষণের জন্য মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। লোকসভার অধিবেশনেও উঠছে কেন্দ্র বিরোধী স্লোগান।
আরও পড়ুন:ত্রিপুরা পুরভোটে ব্যাপক রিগিং, প্রিসাইডিং অফিসারের বক্তব্যকে হাতিয়ার তৃণমূলের